যদি ৫:১০০, ৪:৬৪ হয় তবে ৪:৮ , ৩:? গণিতটি ব্যাখা করে বুঝিয়ে দিন। আশা করি তা করে দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

৩:৬ বা ৩:৩৬ হবে। কারন, আপনার প্রথম শর্ত ৫:১০০ এখানে ৫ কে ২ দ্বারা গুন করে বর্গ করা হয়েছে =৫:(৫x২)^২ =৫:(১০)^২ =৫:১০০ ঠিক তেমনি ঘটেছে ৪:৬৪ তে। তাই ৩:৬ বা ৩:৩৬ই হবে। আশা করছি ফুল ব্যাখ্যা দিতে হবে না। এতেই বুঝেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ