শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

এন্টিজেন: দেহের বাইরে থেকে আগত রোগ প্রতিরোধ সিস্টেমকে সক্রিয়কারী এক ধরণের বস্তু যা প্রোটিন, নিউক্লিক এসিড, কার্বোহাইড্রেট অথবা লিপিড দ্বারা নির্মিত। এন্টিবডি: রক্তকোষে তৈরি একপ্রকার রোগপ্রতিরোধক্ষম প্রোটিন যৌগ। পার্থক্য: ১. এন্টিজেন দেহে রোগ সৃষ্টি করে, এন্টিবডি রোগ প্রতিরোধ করে। ২. এন্টিজেন দুইপ্রকার, দেহে উৎপন্ন এন্টিজেন (ক্যান্সার কোষ) ও বহিরাগত এন্টিজেন। এন্টিবডি ৫ প্রকার, IgA, IgE, IgG, IgM এবং IgD. ৩. এন্টিজেন সক্রিয় হলে রোগের উপসর্গ দেখা দেয়, এসময় এন্টিবডিও সক্রিয় হয় এবং রোগ প্রতিরোধ করা চেষ্টা করে। কার্যপদ্ধতি: কোনো এন্টিজেন দেহে আক্রমণ করলে রক্তস্রোতে এন্টিবডি নিঃসৃত হয়। নির্দিষ্ট এন্টিজেনের জন্য নির্দিষ্ট এন্টিবডি থাকে। এগুলো পরস্পরের রেসিপ্টর সাইটে যুক্ত হয় এবং এন্টিজেন নিষ্ক্রিয় হয়ে যায়। এক প্রাণীর এন্টিবডি অপর প্রাণীর দেহে এন্টিজেন হিসেবে শণাক্ত হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ