শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

কারিগরি শিক্ষা সম্বন্ধে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কারিগরি শিক্ষা কি? কারিগরি শিক্ষা হলো সেই শিক্ষা যা শিক্ষার্থীকে বাস্তব জীবনের সাথে সঙ্গতি রেখে প্রত্যক্ষ জীবিকা অর্জনে সহায়তা করে। বাংলাদেশকে সাবলম্বী করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে ২০২১ কেন ২১২১ সালে ও বাংলাদেশের উন্নতি সম্ভবনা। বিশ্বের উন্নত দেশের দিকে খেয়াল করলে দেখা যায়, দক্ষিন কোরিয়ার 96% , SINGAPUR এ 74%, UK তে 43%, INDIA তে 17% এমন অনেক দেশের মানুষ করিগরী শিক্ষায় শিক্ষিত। কিন্তু BANGLADESH এ মাত্র 4% মানুষ কারিগরী শিক্ষা পড়ে। উপড়ের চার্টে লক্ষ্য করে দেখবেন যত স্বাবলম্বি দেশ তত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত। আশা করি বোঝতে পারছেন কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ