ARZU

Call

নেটওয়ার্কের শেষ সীমায় অবস্থান করলে নেট উঠানামা করতে পারে। আবার নেটওয়ার্ক আইসি দুর্বল হলে এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনার অবস্থান যেখানে সেখানে টাওয়ার থেকে কত দূরে বা কি অবস্থান সেটা নিশ্চিত হোন। আর নেট আইসি দুর্বল হলে কৃত্রিম ভাবে মোবাইলের নেট আইসির সাথে এনটিয়া তৈরি করে নেট শক্তিশালী করা যায়। আর ওয়ারেন্টি থাকলে কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনি *#*#4636#*#* ডায়াল করুন, তারপর phone information এ যান, তারপর নেটওয়ার্ক টি wcdma only করে দেন, তারপর পাশেই menu তে গিয়ে select radio band ---এটি automatic করে দেন, দুবার করেন---- তাহলে দুইরকম টাউয়ার আর আসবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ