আমি bsc করার জন্য স্পেনে যেতে চাচ্ছি। কিন্তুু student. দের জন্য ওখানকার বর্তমান পরিস্থিতি কেমন সেটা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। স্টুডেন্টরা ওই দেশে পড়ার জন্য কি কি সুবিধা পাই বা কি কি সমস্যা হতে পারে, এ বিযয়ে কারো জানা থাকলে help করবেন please!!
Share with your friends
Call

দেখুন বিদেশে পড়াশোনা করতে হলে একজন ছাত্রকে পড়ালেখার পাশাপাশি পার্টটাইম জব করতে হয়,অন্তত নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য, কিন্তু স্পেনের অর্থনৈতিক প্রেক্ষাপট এ দেখা যায় তাদের দেশে দিন দিন বেকারত্ব বাড়ছে,প্রায় ৩৫% মানুষ বেকার সেখানে,তাহলে আপনি কিভাবে জব করবেন, আর পড়ালেখা চালাবেন? একটি তথ্য উল্লেখ করলাম ২০১১ সালের ( বর্তমানে কাজ না থাকায় সুবিধা গ্রহণ করে ৩০ লাখ ২০ হাজার লোক। ৪ লাখেরও বেশি দীর্ঘকালীন বেকার প্রতিমাসে গ্রহণ করে মাত্র ৪২৬ ইউরো। অভিবাসী ও তরুণদের অবস্থা বেশি খারাপ। স্পেনে পঁচিশ অনূধর্্বদের চলিস্নশ শতাংশেরই কোন কাজ নেই। যা কিনা মহামন্দা আক্রান্ত ইউরোপের অন্যান্য দেশের তুলনায় দ্বিগুণ। রোমান ক্যাথলিক চ্যারিটি 'কারিতাস' -এর মহাসচিব সেবাস্তিয়ান মোরা জানিয়েছেন, স্পেনে তাদের কাছে সাহায্য চাওয়া লোকের সংখ্যাটা গত দুই বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালের শেষে বেকারের সংখ্যাটা প্রথমবারের মতো যখন তিন মিলিয়নে পেঁৗছুলো, তখন ট্রেড ইউনিয়নের এক সিনিয়র কর্মী বলেছিলেন, ৪ মিলিয়নে পেঁৗছুলে স্পেনে সামাজিক বিপস্নব ঘটে যাবে। রক্ষণশীল অনেক পন্ডিতই মন্তব্য করতে দ্বিধান্বিত হননি যে, এতে করে স্পেনের রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা বেধে যেতে পারে।) তো আপনি এ ভেবে দেখুন আপনার জন্য এমন একটি দেশ গ্রহনযোগ্য কি না।পড়ালেখার মান ভালো,তবে আপনার অঢেল টাকা থাকতে হবে যদি ওই দেশে পড়তে চান।

Talk Doctor Online in Bissoy App