পার্ট-টাইম জবে কি কি কাজ অন্তভুক্ত থাকতে

পারে?


শেয়ার করুন বন্ধুর সাথে
কোনো ফার্মেসীতে,লাইব্রেরীতে,সিম অপারেটর এর কোম্পানিতে,এইরকম অনেক আছে  পার্ট-টাইম জব করার জন্য,তাছাড়া অনেক বেসরকারি শিশুদের স্কুল আছে ওইখানেও জব করতে পারেন,
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RanaRana

Call

পার্ট-টাইম জবের বিভিন্ন ধরনের কাজ আওতা ভুক্ত হতে পারে, তবে সচরাচর পার্ট-টাইম জবে যে জন্য যে নিয়োগ দেওয়া হয় সেগুলো মধ্যে উল্লেখ্যযোগ্য কাজ গুলো নিম্নরূপ: ডাটা এন্টির কাজ, এমএস ওয়ার্ড(টাইপিং), কোচিং সেন্টারে পড়ানো, ভোগ্য বা অন্য যে কোন পন্য বাজার জাত করন(মার্কেটিং), বিভিন্ন পন্যের শো রুম এ ক্রেতাসাধারণের সামনে পন্যের গুনাগুন উপস্থাপন ইত্যাদি কাজ গুলো পার্ট-টাইম জবের জন্য বিশেষ উল্লেখ্যযোগ্য কাজ।।। এ জবে নির্দিষ্ট সময়সীমা থাকে, কোন কোন জবে আবার টার্গেটও দেয়া হয় এবং সেই টার্গেট অনুযায়ী বেতন নির্ধারন করা হয়।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ