Call

ব্যবস্থাপনা: ডিম ও কীড়াযুক্ত পাতা সংগ্রহ করে মাটির নীচে পুঁতে বা পুড়িয়ে ফেলতে হয়। আক্রমণ বেশি হলে ডাইমেক্রন ১০০ ইসি ১ মি.লি অথবা সেভিন ৮৫ এসপি ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর সেপ্র করতে হয়। সূত্রঃএগ্রোবাংলা.কম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

আপনি রিপকর্ড/রেলোথ্রিন/সবিক্রন কীটনাশক ২ মি:লি: ১ লিটার পানিতে মিশিয়ে ঝিঙে গাছে স্প্রে করুন। ১০ দিন পর একই মাত্রাতে আরেকবার স্প্রে করুন। সাবধানতা : রোদের সময় কীটনাশক স্প্রে করবেন না,মুখে মুখোশ পরে যথাযথ নিরাপত্তা বজায় রেখে কীটনাশক স্প্রে করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ