অবশ্যই করা যায় এটা আপনি কোন ide ব্যাবহার করে তৈরী করছেন তার উপর নির্ভর করে। উল্লেকযোগ্য বিষয় হলো জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কম্পাইলার কিন্তু সি ++ দিয়েই বানানো

Talk Doctor Online in Bissoy App
Call

জাভা দিয়ে যেটা করা যায়, সি বা সি ++ দিয়েও সেটা করা যায়। এটা আপনার ভুল ধারনা যে জাভা আর সি / সি++ এ একই কাজ করা যায় না। 

Talk Doctor Online in Bissoy App

বাংলা ও ইংরেজি দুটিই আলাদা ভাষা। ঠিক ঐ রকম সি ও জাভার ক্ষেত্রে।

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

  জাভা প্রোগ্রামে যে ফাংশন সি++ দিয়েও সেই একই ফাংশনের প্রোগ্রাম বানাতে পারবেন। ফাংশনের দিক দিয়া কোন অসুবিধা হবেনা। কিন্তু GUI প্রোগ্রাম হিসেবে একই হবেনা কারন সি /সি++ হচ্ছে কনসোল প্রোগ্রাম। এগুলো ইন্টারনাল ভাবে কাজ সম্পাদন করে কিন্তু অবজেক্ট অরিয়েন্ট হিসাবে তেমন কোন বড় কাজ করেনা। সি সি++ কে বলা হয় মধ্য স্তরের ভাষা এগুলো দিয়া সাধারনত ড্রাইভার প্রোগ্রাম গুলো বানানো হয়, যেখানে ভিজুয়াল গ্রাফিক্স এর দরকার হয়না বা খুব কম। তাই ভাল গ্রাফিক্স যুক্ত প্রোগ্রাম বানাতে সি++ ব্যবহার হয়না, উল্লেখ্য ভিজুয়াল গ্রাফিক্স সফটওয়ারের ফাংশন এক্সিকিউট করতে কিন্তু সি++ ব্যবহার হয় যা হার্ডওয়ারকে কন্ট্রোল করে।

Talk Doctor Online in Bissoy App