শেখার কোন শেষ নেই। আপনি যতো  শিখবেন ততো ভালো করে বিষয়টি জানবেন এবং বুঝতে পারবেন। কথায়  আছে “যতই পড়িবে ততই শিখিবে”।

সফটওয়্যার তৈরি করতে প্রোগ্রামিং  ভাষা, প্রোগ্রামিং সি,

প্রোগ্রামিং ল্যাঞ্জুয়েজ সি প্লাস

প্লাস এর বেসিক

ফিচারগুলো জানতে হবে। লুপ,

পয়েন্টার, This পয়েন্টার, ক্লাস, অবজেক্ট,

ফাংশন অভারলোডিং, ইনহেরিটেন্স -

এই ধরনের সবগুলো ফিচার জেনে

রাখতে হবে।

আপনি যদি কোন সফটওয়্যার বা

এপ্লিকেশন বানাতে চান তাহলে

আপনাকে প্রোগ্রামিং ল্যাঞ্জুয়েজ

শেখার পর যে কোন একটি

ফ্রেমওয়ার্কে এক্সপার্ট হতে হবে। যেমন

আপনি যদি সি এর বেসিক

প্রোগ্রামগুলো পারেন তাহলে GTK+

ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ