Share with your friends
avir

Call

Gp তে কল ট্রাকিং করা বুঝানো যাচ্ছে যে নিজের ইমেইল দিয়ে জিপি নাম্বার এর, মেসেজ, কল লিস্ট, এইসব দেখা তারজন্য সিমটি Gp Ecare রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার মেইলটি সেই সিমের সাথে ভেরিফাই করতে হবে GP Ecare তে রেজিস্ট্রেশন করতে , সব পুরন করে একটি একটিভ মেইল দিয়ে Create My Account এ ক্লিক করুন mobile Number দিন17XXXXXXXX 880বাদ দিয়ে এখন রেজিস্ট্রেশন হওয়ার পর মেইলে একটি কোড যাবে কোড দিয়ে মেইল ভেরিফাই করুন এরপর সিমে একটি পিন কোড যাবে ঐ পিন কোড দিয়ে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করুন নতুন পাসওয়ার্ড দিন এইভাবে সম্পূর্ণ একাউন্ট তৈরী হয়ে যাবে এর পর ক্যাটেগরি অনুযায়ী সিলেক্ট করুন আলাদা ক্যাটেগরির জন্য আলাদা সেশন কোড সিমে যাবে সিম থেকে নিয়ে উপভোগ করতে পারেন কল রেকর্ডস, মেসেজ, ইনটারনেট ব্যলেন্স ইত্যাদি তবে হ্যাঁ প্রতিবার সেশন কোড সিমে যাবে এবং প্রতিবারি কোড বসাতে হবে আর মেইল ভেরিফাই করতে পারলে মেইলেও সেশন কোড যাবে।

Talk Doctor Online in Bissoy App