সবাই মিলে বা ইমামের সাথে হাত তুলে দোয়া করার কোন প্রমান বা দলীল সহী হাদিসে নেই। আর যারা এ ধরনের দোয়া করে সেইসব হুজুরদের কাছে দলিল বা প্রমান চাইলে তারা বলেন" নবিজী (স) সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেননি কিন্তু দোয়া করতে নিষেধও করেননি"। নবিজী (স) এবং তার সাহাবীগন কখনো একসাথে দোয়া করেননি। তাই আপনি ভেবে দেখুন রাসূল(স) কে মানবেন নাকি আমাদের হুজুরদের মানবেন। রাসূল(স) বলেন:" ইমাম যখন আমীন বলে তখন তোমরাও আমীন বল। কেননা যার আমীন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহি বুখারী - ১০৮ পৃষ্ঠা। সহি বুখারী - ১১ খন্ড ১১১ অধ্যায় ৭৮০ নং হাদীস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RabiulAlam

Call

নামাযের পর সম্মিলিত মোনাজাত বনাম জিকির-আযকার-------

https://www.youtube.com/watch?v=vBQnf0Gnm0I

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ