avir

Call

না ধরনা টা সঠিক নয়... ঠান্ডা জাতীয় পদার্থ এর অনু গুলো যখন জলীয় বাষ্পে পরিনত হয়ে ছড়িয়ে পড়ে তখন চারপাশের তাপমাত্রা কে ঠান্ডা করে দেয় ....এই জন্য কেউ ঠান্ডা জিনিস হাত দিয়ে ধরে রাখলে ঠান্ডা জিনিস এর অনু গুলো সেই জায়গায় অবস্থান করে এবং জায়গা টি শীতল করে রাখে এবং ঠান্ডা অনুভব হয় তাপমাত্রা কমে যায় বলে এমন টা হয় তবে এটি স্থায়ী নয়..., যদি তাই না হতো তাহলে সবাই ঠান্ডা সপর্শ করে সারাক্ষণ ঠান্ডাই অনুভব করতো... আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দুইটি ভিন্ন তাপমাত্রার কোন বস্তুকে পাশাপাশি রাখলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়। যেহুতু হাতের তাপমাত্রা বেশি আর গ্লাসের তাপমাত্রা কম। তাই গ্লাসের তাপ হাতে চলে যায়। তার ধারণাটা কী সঠিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ