শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সব বস্তুই অপর বস্তুকে আকর্ষন করে। আর এই আকর্ষন বলের পরিমান নির্ভর করে ঐ বস্তুর ভরের ওপর। যার ণর যত বেশী তার আকর্ষন বল ও বেশী। আমরাও পৃথিবীকে ও অন্যান্য বস্তুকে নিজের দিকে আকর্ষন করি। কিন্তু আমাদের ভর এত অল্প যে তাতে কোন প্রভাব পরে না। কিন্তু চাদ, তারা, সূর্য, পৃথিবী এসবের ভর অনেক বেশী তাই আকর্ষন বল ও বেশী। এই আকর্ষন বলের কারনেই মহাকর্ষ এবং অভিকর্ষ বলের সৃষ্টি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ