চোখ বন্ধ করে নামাজ পরা যায় কি? প্রমাণ সহ দিবেন
শেয়ার করুন বন্ধুর সাথে

বিনা কারণে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরূহ। চোখ বন্ধ রাখলে যদি একাগ্রতা বেশী হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে। সুরা বাকারায় ৪৫ নং আয়াতে বলা হয়েছে- তোমরা সালাত আদায় কর ধৈর্য ও সালাতের মাধ্যমে, অবশ্যই সালাত খুব কঠিন কাজ কিন্তু খুশুওয়ালাদের (বিনয়াবনত) জন্য নহে, ৪৬- খুশুওয়ালা তারাই, যারা বিনয়ের সাথে নামাজে দন্ডায়মান হয়, আপন প্রভুকে স্মরন করে বিনয়ের সাথে, সে যা পাঠ করে তা সে অনুধাবন করে, তারা বিশ্বাস করে আপন প্রভুর সাথে সাক্ষাৎ হবে এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। দেখুন আপনি সালাতে যাহা পাঠ করেন তাহা স্মরন করতে চোখ বন্ধ বা খোলা রাখাটা আপনার একাগ্রতার উপর নির্ভর করে। আপনি আপনার প্রভুকে চোখ বন্ধ করেও ডাকতে বা বলতে বা চাইতে পারেন আবার চোখ খোলা রেখেও করতে পারেন। আপনার একাগ্রতাকে প্রাধান্য দিন। রাসুল(সঃ) বলেছেন, মু'মেন ব্যক্তি নামাজে আল্লাহ্র দর্শন লাভ করে থাকে । একাগ্রতা লাভ না করা পর্যন্ত নামাজে এরূপ ফজিলত হাছিল হয় না । তাই রাসুল (সঃ) এমন নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন- যেন নামাজে আল্লাহ্র দর্শন লাভ সম্ভব হয় । যেহেতু বাহ্যিক চোখ খুলে নামাজে একাগ্রতা ও প্রভুর দর্শন লাভ হয় না, এজন্য এ চোখ বন্ধ করে আত্মার চোখ জাগ্রত করতে হয় । সুতরাং নামাজ শুদ্ধভাবে তথা একাগ্রতার সাথে আদায় করার লক্ষে বাহ্যিক চর্ম চোখ বন্ধ করা প্রয়োজন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ