আপনি চার্জার চেঞ্জ করে স্যামসাং এর অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিন তাহলে বেশি সময় নিবে না।

Talk Doctor Online in Bissoy App
RanaRana

Call

charger change করেন.... না হয় বন্ধ করে একবার চেষ্টা করে দেখুন....

Talk Doctor Online in Bissoy App
JAShakil

Call

আপনি বলছেন যে চার্জ দিতে ৩ ঘন্টা সময় লাগে । তাহলে সমস্যা কি? একটি 1800 mah ব্যাটারি চার্জ দিতে স্বাভাবিকভাবে ৩ ঘন্টা সময় লাগে । এই সময়কে দ্রুততর করার কোনো সিস্টেম নেই । তবে চার্জে লাগানোর সময় ফোন অফ রাখবেন তাহলে কিছু সময় কম লাগবে ।

Talk Doctor Online in Bissoy App
LekhonIslam

Call

আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের চার্জার বদলান যদি তাতে কাজ না হয় তাহলে মোবাইলে চার্জার ic চেক করুন তাতেও যদি কাজ না হয় তা হলে মোবাইলের ব্যাটারি বদলান

Talk Doctor Online in Bissoy App

প্রথমেই আপনাকে জেনে নিতে হবে আপনি যে ফোন ব্যবহার করেন সেই ফোনের চার্যার মোবাইলের জন্য উপযুক্ত চার্যার কিনা? আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে আর তা হলো একই রকম চার্যিং পোর্ট হলেই মোবাইলে চার্য দেয়া যাবে। কিন্তু আসলে ধারনাটা ভুল। প্রতিটা মোবাইল কোম্পানী মোবাইলের মডেল অনুযায়ী উপযুক্ত চার্যার তৈরী করে থাকে। আর আপনি যদি আপনার মোবাইলের প্রকৃত চার্যার বাদে অন্য কোন মোবাইলের চার্যার ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইল চার্য হবে ঠিক-ই কিন্তু সেটা প্রকৃত চার্যারের ১০ ভাগের ১ ভাগ মাত্র। আর যদি আপনি সঠিক মডেলের চার্জার দিয়ে চার্জ দেয়ার পরেও এতে সময় বেশি লাগে তাহলে আপনাকে চার্জিং করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। দ্রুত এন্ড্রোয়েড চার্জ দিতে চাইলে নিচের লিংকে গিয়ে ছোটখাটো কিছু নিয়ম দেখে নিতে পারেন। আশাকরি কিছুটা উপকার হবে আপনার। http://itsbd.heck.in/how-to-charge-your-mobile-quickly.xhtml

Talk Doctor Online in Bissoy App