এটাকে মরনিং সিকনেস বলে ।এটা নানা কারনে হতে পারে তবে নিউরোট্রান্সমিটার এর ডিফেক্ট বা হিস্টামিনের ডিফেক্ট এর কারনেও হতে। আবার শারীরিক দুর্বলতা থেকেও এটা হতে পার। এসবরর চিকিৎসা প্রমিথাজিন বা সিকলিজিন কাজ করে।তবে ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ না করে এজন্য কোন কিছুু খাওয়া ঠিক হবে না।তাই সমস্যাটির জন্য একটা ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ