রেসলিং এর খেলাগুলি সাধারনত অভিনয় কিন্তু তাদের প্রশিক্ষন, দক্ষতা আর ফিটনেস অনেক বেশি তাই আমরা চাইলেও এমন করতে পারব না। রেসলারদের পুরষ্কার দেয়া হয় রুপক হিসাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি চুক্তিবদ্ধ থাকে। নীচের লিংকে তাদের আয়ের বিস্তারিত জানতে পাবেন। http://www.totalsportek.com/money/wwe-wrestlers-salaries/

Talk Doctor Online in Bissoy App

Call

WWE এর পূর্ণরূপ World Wrestling Entertainmen যা একটি মার্কিন ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত বিনোদন কোম্পানি। এদের আয়োজিত বেশিরভাগ কুস্তি খেলাই পাতানো খেলা। তবে এরা মাঝে মাঝে চ্যাম্পিয়শিপ কুস্তি প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং বিজয়ীকে বেল্ট প্রদান করে সন্মাননা জানায়।

Talk Doctor Online in Bissoy App