ওয়াইফাই রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। রাউটার ইন্টারনেটে “ট্রাফিক ডিরেক্টিং” এর কাজ সম্পন্ন করে। রাউটারের সাহায্যে একটি ইন্টারনেট লাইন অনেকে সহজেই ব্যবহার করতে পারে। ওয়াইফাই এ্যডাপটার হচ্ছে তারবিহীন লেন কার্ড যেটা পি.সি কে ওয়াইফাই রাউটারে সংযোগ করতে ব্যবহার হয়। ওয়াইফাই রিপিটার হলো একটি ডিভাইস যা সিগন্যালকে এ্যমপ্লিফাই করে নেটওয়ার্ক বিস্তৃত করতে ব্যবহার হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ