ARZU

Call

বিদ্যুৎ নেগেটিভ ও পজেটিভ নিয়ম মেনে চলে ডিসি কারেন্ট নেগেটিভ কিন্তু িএসি কারেন্ট নেগেটিভ ও পজেটিভ দুই ধরণের। নেগেটিভ কে আরথিং বা কালো রং (-) ধরা হয়। ও পজেটিভ কে (+) লাল রং বিপদ সংকেত হিসাবে মনে করা হয়। সাদা রং সার্বজনীন হওয়ায় কসস্টেপ কে লাল ও কালো রং ব্যবহার করা হয়। এতে বিদ্যুতের তার সনাক্ত করতেও সুবিধা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ