কালেমটির অর্থ হল নেই কোন মাবুদ আল্লাহ ছারা, হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরীত রাসূল, তার মানে কালিমাটি দ্বারা আল্লাহর একাত্ববাদ ও হযরত মুহম্মাদ (সাঃ) কে আল্লাহর প্রেরীত রাসূল হিসেবে মানা হয়, এই জন্যই অন্যান তার তা পড়েনা আর ২য় কথা হলা শুধু কালিমা মুখে পড়লেই হবে না মন থেকে পড়তে হবে তার সাথে কালেমা অনুয়ায়ী জীবন যাপন করতে হবে। তা হলে সে মুসলিম হয়ে জাবে।। নোট : একজন ভিন্নধর্মী লোককে জোর করে কালেমা উচ্চারন করানো উচিৎ নয়, কারন কালেমাটি মহা মূল্যবান যাকে খুশি তাকে এটা উচ্চারন করতে বাধ্য করা বা উচ্চারন করানো নিষেধ আপনি চাইলে তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ