BidhanDey

Call

আপনি বাজারে সবচেয়ে দামী কয়েল বোম্বাসা চায়না কয়েল ব্যবহার করে দেখুন, দাম ১ পাকেট ৫৫ টাকা। জ্বালানোর ১ মিনিট পর মশা মরে পড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

* বেশি করে আয়রনযুক্ত সবজি খান। রক্তে আয়রনের মাত্রা বেশি থাকলে মশা কামড়াতে পছন্দ করে না। * রসুনের খোসা ছাড়িয়ে মশা যেখানে কামড় দিয়েছে সেখানে লাগান। চুলকানি হবে না। * ভিটামিন 'বি' মশা থেকে রক্ষা করে। যদি বাইরে ভ্রমণে যান, তাহলে যাওয়ার তিন চার দিন আগে থেকে ভিটামিন 'বি' ট্যাবলেট খেতে থাকুন। ভিটামিন 'বি' খাওয়ার পর নিজে কোনো পার্থক্য হয়তো বুঝতে পারবেন না। কিন্তু মশা ঠিকই এ গন্ধ ধরতে পারবে এবং আপনার থেকে দূরে থাকবে। * কয়েকটি মৌরি (মসলা) গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে গোসল করলেও মশা থেকে রক্ষা পাওয়া যায়। * ঘরে কমলার শুকনো খোসা জ্বালান। এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুর্গন্ধ দূর হবে। * মশা কালো রং এর প্রতি আর্কষন বোধ করে। সে জন্য কালো রঙের কাপড় পরা রাতে বাদ দিন। মশা থেকে রক্ষা পাবেন। * মোজা পরুন। গবেষণায় দেখা গেছে, মোজা পরার পর মানুষের চামড়ার আর্দ্রতা বজায় থাকে। ফলে মশা কম কামড়ায়। মাছি * এক বালতি পানিতে তিন টেবিল চামচ লবণ এবং ১০০ মি.লি. ভিনেগার মিশিয়ে সেই পানি দিয়ে ঘর, ডাইনিং টেবিল ও অন্যান্য জায়গা ভালো করে মুছে ফেলুন। গন্ধ হবে না, খরচও কম। * নিমপাতা বেটে অথবা আধা বাটা করে ঘরের কর্নারগুলোতে রেখে দিলে মাছি আসবে না * লেবু অর্ধেক করে তার ওপর ৫-৬টি লবঙ্গ ঢুকিয়ে খাবার টেবিলে রাখলে মাছি আসবে না * পানির সঙ্গে অল্প একটু কেরোসিন তেল মিশিয়ে ঘর মুছলে মাছি কমবে। * ভিনেগার পানিতে মিশিয়ে সেই পানি স্প্রে করলেও মাছি কমবে। * খেতে বসে ডাইনিং টেবিলের আশপাশে মাছির উপদ্রব বন্ধ করতে টেবিলের মাঝখানে একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন, ভালো কাজে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মশা তাড়াবার একটা সহজ উপায় হল কর্পূর এর ব্যবহার, কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। এতে নিশ্চিত ভাবে বাসায় মশার উপদ্রপ কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ARZU

Call

বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মশার স্প্রে ব্যবহার করা যেতে অথবা ম্যাজিক ওয়েল ব্যবহার করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ