pdf অথবা কোনো picture অথবা কোনো লিংকের মাধ্যমে কেউ প্লিজ সংগ্রহ করে দেন!!!!!
Share with your friends

 এটা ছাড়া নতুন আর কোন নিয়োগ বিজ্ঞপ্তি নেই।

বাংলাদেশ বিমান বাহিনীতে সম্প্রতি বিমানসেনা হিসেবে লোকবল নিয়োগ দিচ্ছে আপনিও নিতে পারেন এই সুযোগ l

শিক্ষাগত  যোগ্যতা:

  • টেকনিক্যাল ট্রেড  : এস,এস,সি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ-৩.৫/ সমমান ।
  • নন-টেকনিক্যাল ট্রেড : এস,এস,সি ন্যূনতম জিপিএ-৩.৫/ সমমান ।
  • প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেড  : এস,এস,সি ন্যূনতম জিপিএ-৩.৫/ সমমান ।
  • মিউজিক ট্রেড  : এস,এস,সি ন্যূনতম জিপিএ-২.৫/ সমমান ।

অন্যান্য যোগ্যতা:

  • জাতীয়তা: বাংলাদেশী পুরুষ নাগরিক
  • বয়স: ১৬ হতে ২১ বছর ( ১৫ মার্চ ২০১৬ তারিখে ) সকল ট্রেডের প্রার্থীর জন্য। সর্বোচ্চ ২৬ বছর( ১৫ মার্চ ২০১৬ তারিখে ) শুধুমা্ত্র বাদ্যযন্ত্রে পারদর্শী মিউজিক ট্রেডের প্রার্থীর জন্য।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত
  • উচ্চতা: ন্যূনতম ১.৬৩ মি. ( ৫ ফুট ৪ ইঞ্চি ) টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, মিউজিক ট্রেডের প্রার্থীদের জন্য
  • ন্যূনতম ১.৭৩ মি. ( ৫ ফুট ৮ ইঞ্চি ) প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেড প্রার্থীদের জন্য
  • ওজন: ন্যূনতম  ৫০ কেজি (১১০ পাউন্ড)
  • বুকের মাপ: ন্যূনতম  ৭৬ হইতে ৮১ সে.মি. ( ৩০ ইঞ্চি – ৩২ইঞ্চি )
  • চোখ: ৬/৬ বা বিধি অনুযায়ী।

নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ :

  • টেকনিক্যাল ট্রেড: লিখিত পরীক্ষা ( আই কিউ, ইংরেজী, গনিত ও পদার্থ বিজ্ঞান ), ডাক্তারী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
  • নন-টেকনিক্যাল ট্রেড, প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেড: লিখিত পরীক্ষা ( আই কিউ, ইংরেজী ), ডাক্তারী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
  • মিউজিক ট্রেড : লিখিত পরীক্ষা ( আই কিউ, ইংরেজী ), ডাক্তারী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা।

 বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে লগ ইন করুন: joinbangladeshairforce.mil.bd/

প্রকাশিত বিজ্ঞপ্তিটির উৎসঃ দৈনিক প্রথম আলো
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০১৫ ইং

পরীক্ষার তারিখ :  ০৩ আগস্ট থেকে ০৩ নভেম্বর পর্যন্ত (প্রতি জেলার ডেট আলাদা আলাদা)

জেলা ভিত্তিক পরীক্ষার তারিখ নিচে দেখুন

Talk Doctor Online in Bissoy App