কথাটি সঠিক নয়।কারন বর্তমানে মানুষের হায়াত কম হলেও তাদের মতই সওয়াব লাভের অনেক উপায় আছে যেগুলি কুরআন এবং হাদিসে এসেছে।আপনি যদি লায়লাতুল ক্বদর এর এক রাত্রির সওয়াব হাসিল করতে পারেন তাহলে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে। কুরআনের বাণী, ,, ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺮَّﺣْﻤﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ﺇِﻧَّﺎ ﺃَﻧﺰَﻟْﻨَﺎﻩُ ﻓِﻲ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟْﻘَﺪْﺭِ আমি একে নাযিল করেছি শবে- কদরে। [ সুরা ক্বদর: ১ ] ﻭَﻣَﺎ ﺃَﺩْﺭَﺍﻙَ ﻣَﺎ ﻟَﻴْﻠَﺔُ ﺍﻟْﻘَﺪْﺭِ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? [সুরা ক্বদর: ২ ] ﻟَﻴْﻠَﺔُ ﺍﻟْﻘَﺪْﺭِ ﺧَﻴْﺮٌ ﻣِّﻦْ ﺃَﻟْﻒِ ﺷَﻬْﺮٍ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। [ সুরা ক্বদর: ৩ ]

আল্লাহু আমাদের হায়াত অনেক কমিয়ে নিয়েছেন আগের চাইতে। তবে তারা অনেক বছর বেচে থেকে জা সওয়াব পেয়েছেন আমরাও তা পেতে পারি। নবী (সাঃ) আমাদের জন্য রমজান মাসকে হাজার মাসের চেয়েও বেশি রহমত পুর্ণ করেছেন। এভাবে আমরা অনেক সওয়াব পেয়ে আগের সবার মত হতে পারি।