রিটেনশন অব ইউরিন / প্রস্রাব আটকে যাওয়া: 

প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা হওয়া সত্ত্বেও প্রসাব করা যায় না, তখন ঐ অবস্থাকে রিটেনশন অব ইউরিন বলে। এসব ক্ষেত্রে অনেক সময় প্রস্রাবের দ্বারে ক্যাথিটার ঢুকালে প্রস্রাব হয়। 


কারণঃ 

১. বৃদ্ধ লোকের প্রোস্টেট গ্লান্ড বড় হলে প্রস্রাব বন্ধ হয়। 

২. Renal Artery Stenosis হলে প্রস্রাব কমে যায় বা প্রস্রাব বন্ধ হয়। 

৩. পূর্ণ বয়স্ক লোকদের প্রস্রাবনালির ছেঁদ প্রদাহের কারনে সরু হলে এ রোগ হতে পারে। গনোরিয়া রোগে ভুগলে এমন পর্যায় সৃষ্টি হতে পারে। 

৪. প্রস্রাব নালিতে পাথর আটকে গেলে প্রস্রাব বন্ধ হতে পারে। 

৫. Bladder-এর মধ্যে রক্ত জমাট হয়ে মূত্রনালির ভিতরের মুখ বন্ধ হলে প্রস্রাব বন্ধ হয়। 

৬. গর্ভবর্তী বা বৃদ্ধা মহিলাদের জরায়ু পিছনের দিকে ঝুলে যদি ইউরিথ্রা (Urethra)-তে চাপ পড়ে। 

৭. যৌন অঙ্গে অত্যধিক আঘাত লাগলে প্রস্রাব আটকে থাকতে পারে। 

৮. প্রস্রাব নালির বাইরে অর্থাৎ মূত্র বের হওয়ার মুখে লিঙ্গের চামড়া আটকে গেলে অর্থাৎ ফাইমোসিস হলে 

৯. হিস্টিরিয়া রোগ হলে এবং উচ্চ রক্তচাপ জনিত স্ট্রোক হলে। ১০. শক্ত পায়খানার জন্য ইউরিথ্রিয়ায় চাপ পড়ে প্রস্রাব আটকে যেতে পারে। 

১১. মেরুদণ্ডে রোগ হলে বা আঘাত লাগলে প্রস্রাব আটকাতে পারে। 

১২. পূর্ণগর্ভবতী স্ত্রী লোকদের পেটে বাচ্চার মাথার চাপেও প্রস্রাব বন্ধ হতে পারে। 

লক্ষণ

১. মুত্রথলিতে প্রস্রাব জড়ো হয়ে ঐ স্থান টনটন করে এবং প্রস্রাব না করতে পারলে অস্বস্তিবোধ করে। 

২. যেখানে Bladder (ব্লাডার) অবস্থিত ঐ স্থান ফুলে উঠে। 

ল্যাব: পরীক্ষা (1) Urine R/M/E (2) Blooc C/P. (3) Cholesterol. (4) U.S.G of KUB & Hbs (5) Renogramine 

চিকিৎসা

১। সঠিক কারণ জেনে চিকিৎসা করতে হবে। 

২। মুত্রথলির উপরে hot water bag দ্বারা সেঁক দিলে প্রস্রাব হতে পারে। একটি বোতলে গরম পানি ঢেলে সেঁকের কাজ করা যেতে পারে। 

৩। কোষ্ঠকাঠিন্যের জন্য প্রস্রাব বন্ধ হলে কিছু হালকা গরম পানির সাথে গ্লিসারিন বা Soft Soap Water দ্বারা ডুস করলে পায়খানা এবং প্রস্রাব উভয়ই হতে পারে। 

৪। উপরোক্ত কোনো পদ্ধতিতে প্রস্রাব না হলে মূত্রনালিতে ক্যাথিটার (Catheter) ঢুকিয়ে প্রস্রাব করানোর চেষ্টা করতে হবে। রোগী হিসেবে এক একজনের এক এক নং-এর ক্যাথিটার লাগতে পারে। এ ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসক বা হাসপাতালের শরণাপন্ন হতে হবে। 

৫. মূত্রনালীতে পাথর হলে বা ফাইমোসিস হলে সার্জিক্যাল অপারেশন এর প্রয়োজন হতে পারে। 

মোটকথা, এমন সমস্যা দেখা দিলে অবশ্যই  একজন Urologist এর শরণাপন্ন হতে হবে।


শেয়ার করুন বন্ধুর সাথে