Call

একটি কোর্স করতে পারলে ভাল, তাহলে আপনার জন্য চাকুরী পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। যেহেতু ইলেকট্রিক্যাল থেকে পাস করেছেন, কিন্তু চাকরী করতে চাইছেন IT সেক্টরে, তাই IT রিলেটেড কোন একটি কোর্স, মানে আপনি আগ্রহী এমন একটি কোর্স করে ফেলতে পারেন। বর্তমানে IT সেক্টরে যে সকল বিষয়ের উপর বেশি কাজ হয়, তা হল: ১. Web, Mobile & Software Development ২. eCommerce ৩. Design, Printing & Multimedia ৪. SEO & Data Entry ৫. IT & Network বর্তমান সরকার IT সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষনের ব্যাবস্থা করেছে। জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইউনিয়ন তথ্যকেন্দ্র সহ বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রে এই সকল প্রশিক্ষন দেওয়া হয়। আপনি সেখানে যোগাযোগ করতে পারেন এবং নিজের পছন্দমতো একটি বিষয়ের উপর প্রশিক্ষন নিতে পারেন। এর বাইরে Web Design & Development এর উপরও প্রশিক্ষন নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App