হ্যাঁ পারবেন । সরকারি 49 টি পলিটেকনিক ইন্সটিটিউট এর যেকোন একটিতে (যেকোন একটি সাবজেক্ট) ভর্তির জন্য এস.এস.সিতে নূন্যতম 3.50 পয়েন্ট থাকতে হবে । আর হ্যাঁ গণিতে 3.00 থাকতে হবে। বেসরকারিতে 2.50 থাকলেই আপনি যেকোন একটি ইন্সটিটিউটে ভর্তি হতে পারবেন। সরকারি তে প্রতি সেমিস্টারে খরচ হবে 2500 টাকা(থাকা খাওয়া যাতায়াত ব্যতীত) আর বেসরকারতে খরচ হবে প্রতি সেমিস্টারে 13000 টাকা (থাকা খাওয়া যাতায়াত ব্যতীত) এইভাবে সেমিস্টারে ফ্রি+বেতন+বোর্ড ফ্রি যাক্রমে 5000+1000×6+3000 টাকা (এটা কম বেশি হতে পারে) চাকরি ইনশাল্লাহ পাবেন যদি আপনার কারিগরি দক্ষতা বেশি থাকে তাহলে হইতো আগে পাবেন । বর্তমানে কারিগরির চাহিদা দিনদিন বাড়ছেই... দেশে কিংবা দেশের বাইরে সবখানেই চাকরি পাবেন যদি আপনার নির্দিষ্ট বিষয়ে ( আপনার পলিটেকনিক সাবজেক্ট ) উপর দক্ষতা থাকে আর দশজনের চেয়ে একটু বেশি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ