আমি বা আপনরা সবাই জানেন যে ঢাকায় বা বিভিন্ন শহরে কিছু শো রুম এ হিসাব করে কম্পিটারে যেমন বাটা শো রুম ইজি ইত্যাদি,, আমি জানতে চাই তারা কি software use করে? এবং কি ভাবে কোথায় এই software পাওয়া যায়? বা এই software বানাতে কি কি? শিখতে হয় এবং কোথায় কোন পতিষ্ঠানে শিখায় দয়া করে সব বলবেন.
Share with your friends

এটা "POS Softwear" (Point Of Sell) নামে পরিচিত। সফটওয়্যার টা ভেতরে আপনি নিজের মত করে কাস্টমাইজড করে নিতে পারবেন। এটা সেল সম্পর্কিত সকল ডাটা নেয় এবং দেয়। আপনি সফটওয়্যার টা যেকোন আইটি/ সফটওয়্যার কোম্পানি থেকে কিনতে পারবেন। সফটওয়্যার তৈরী করতে হলে এক কথায় আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে/ সফটওয়্যার বানানোর প্রোগ্রামিং শিখতে হবে। আপনি সফটওয়্যার টা কিনতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা একটা সফটওয়্যার কোম্পানি। (তারেক সাহেব 01673386161)

Talk Doctor Online in Bissoy App
Call

এটা হল বিলিং সফটওয়্যার। এটা বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার ফার্ম আছে যারা সরবরাহ করে থাকে।

Talk Doctor Online in Bissoy App