PSL এ বাংলাদেশী যে দশ খেলোয়াড় সুযোগ পেয়েছে তারা কে কোন দলে খেলবেন??? দয়া করে কেউ বলবেন প্লিজ!!!


Share with your friends
Call
image

PSL এ বাংলাদেশের এ পর্যন্ত মাত্র ৩ জন সুযোগ পেয়েছেন। করাচি কিংস-এ আছেন ‘সাকিব আল হাসানপেশাওয়ার জালমি-তে আছে ‘তামিম ইকবাল’ এবং লাহোর কালান্দার্স-এ আছেন ‘মোস্তাফিজুর রহমান’

ড্রাফটে ‘গোল্ড’ ক্যাটেগরিতে থাকা মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস এরা কেউ এখনো সুযোগ পাননি। 

‘সিলভার’ ক্যাটেগরিতে থাকা মাহমুদউল্লাহ, এনামুল হক, মুমিনুল হক ও ইমরুল কায়েস-দের এখনো দলে টানার প্রক্রিয়া এখনো হয়নি।

১ম দিনের প্লেয়ার চয়েজ শেষে পাঁচটি দলের কে কোন দলে আছেন তুলে ধরা হলো:

করাচি কিংস: শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিন্স।

পেশাওয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, জুনাইদ খান, জিম অ্যালেনবাই।

কোয়েটা কালান্দার্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলি, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল, এল্টন চিগুম্বুরা।

লাহোর কালান্দার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, সোহেব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট।

Talk Doctor Online in Bissoy App
NurVai

Call

১০ জনের মধ্যে মাত্র ৪ জন এখন পর্যন্ত দল পেয়েছে, ১/ সাকিব আল হাসান, ২/ মুশফিকুর রহিম, ৩/ তামিম ইকবাল এবং ৪/ মুস্তাফিজুর রহমান। তার মধ্যে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম খেলবেন করাচি কিংসের হয়ে, মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্ডার্স, আর তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমির হয়ে। 

Talk Doctor Online in Bissoy App