ল্যাপটপের মাউসের পয়েন্টার ১ ক্লিকে কাজ করে৷ সামাধান চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

এটি দুটি কারনে হতে পারে: ১. উইন্ডোজের সিঙ্গেল-ক্লিক অপশন অন করা থাকলে। ২. মাউস নষ্ট হয়ে গেলে। ১. মাউসের সিঙ্গেল-ক্লিক অপশন অন করা আছে কিনা চেক করুন। এর জন্য - উইন্ডোজ কি + E একসাথে চেপে উইন্ডোজ এক্সপ্লোরার অন করুন। - Organize মেনুতে ক্লিক করুন। - Folder and search options এ ক্লিক করুন। - Click items as follows এর আন্ডারে Double-click to open an item (single-click to select) অপশনটি সিলেক্ট করে দিন। - Apply করে OK করুন। তাহলে আপনার মাউসের কাজ ডাবল ক্লিকে হবে। ২. আর যদি আগে থেকেই Double-click to open an item (single-click to select) অপশনটি আগে থেকেই সিলেক্ট করা থাকে, তাহলে মাউসে কোন সমস্যা হয়েছে। মাউসটি একবার খুলে পরিষ্কার করে দেখুন। তাতেও না হলে নতুন মাউস কেনা ছাড়া উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ