Call

বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু খ্রিষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয় ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই লিপইয়ার। , তখনকার নিয়মানুযায়ী বছরের ৭টি মাস হত ৩০ দিনে আর বাকি ৫টি মাস হত ৩১ দিনে। জুলিয়াস সিজার তৎকালীন পঞ্চম মাস কুইন্টালিসকে নিজের নামানুসারে জুলিয়াস নাম দেন, সেইটাই আজকের সপ্তম মাস জুলাই। অর্থাৎ জুলিয়াস সিজার তখনকার প্রচলিত মাসের ক্রম পরিবর্তন করে তৎকালীন একাদশ মাস জানুয়ারিয়াস থেকে বছর গণনা শুরু করে। পরবর্তী রোমান সম্রাট অগাস্টাস পূর্ববর্তী ষষ্ঠ মাস সেক্সটিলিস এর নাম পাল্টে রাখেন অগাস্ট। দুই রোমান সম্রাটই নিজেদের নামের মাস দুটিকে ৩১ দিন করে বরাদ্দ দেন । দুঃখজনক ভাবে এই দুটি দিনই দুই সম্রাট কেটে নেন, ফেব্রুয়ারির কোঠা থেকে, ফলে ফেব্রুয়ারির ৩০ দিনের দৌড় গিয়ে থেমে যায় ২৮ দিনে। এই জন্যই ফেব্রুয়ারির প্রতি দয়া দেখিয়ে লিপইয়ারের অতিরিক্ত ১টি দিন গিয়ে তার ভাগ্যে জোটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

জুলিয়াস সিজার ও অগাস্টাস সিজারের নামানুসারে জুলাই ও আগস্টের নামকরণ করা হয়। তাদের সম্মানে এ দুটি মাস ৩০ থেকে ৩১ করা হয়। বাড়তি দুটি দিন কেটে নেওয়া হয় ফেব্রুয়ারি থেকে যা কিনা সেসময়ে সবচেয়ে অপছন্দনীয় মাস ছিলো। কারন সময়টা ছিলো খুবই ঠাণ্ডা। এর ফলে ফেব্রুয়ারি হয় সংক্ষিপ্ততম মাস। সৌরবছর ৩৬৫ দিন নয়, ৩৬৫.২৫ দিন এটা জানতে পারার পর প্রতি চার বছর অন্তর একটি বাড়তি দিন গণনার প্রয়োজন দেখা দেয়। ৩১ দিনযুক্ত কোনো মাসে এ দিনটি যোগ করলে তা বেমানান হতো এবং জুলিয়াস ও অগস্টাসের অসম্মান হতো। ৩০ দিনযুক্ত মাসে যুক্ত করলে তার পিছনে একটা কারন থাকা চাই, কোনটায় আর কেনো??? এসকল দিক বিবেচনা শেষে দেখা যায় ফেব্রুয়ারিই পারফেক্ট মাস যাতে বাড়তি দিনটা যোগ করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ