মাথায় হাত দিয়ে ঘসা দিলে হালকা ব্যাথা অনুভব হয়। কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

এটা ভিতরে কোন প্রদাহের কারনে হতে পারে।যেমন সাইনুসাইটিস হলে সাইনাস এ প্রদাহ হয় তাই সেখানে পানি জমে এবং ব্যাথা করে,এটা হলে মাথায় একটু হাত দিয়ে নরালেই ব্যাথা লাগতে পারে।আবার ব্রেনে অন্য কোন ইনফেকশন ও হতে পারে, মেনিনজাইটিস হতে পারে।আবার সাধারন জ্বর সর্দি হলেও এমটা হওয়া স্বাভাবিক। আপনি জ্বরের চিকিৎসা করে ভালো না হলে ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ