দাঁড়ি হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় যা স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করে গেছেন। এটা মুসলিম পুরুষের জন্য আবশ্যক। হযরত আবদুুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “মুশরিকদের বিরুদ্ধাচরণ কর।দাড়িগুলো বৃদ্ধি কর এবং গোফগুলো কেটে ফেল। “(বুখারী, ২য় খন্ড -২৮৭পৃঃ) আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের যা দান করেন তা তোমরা অর্জন করো এবং যা হতে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। (সুরা হাশর-৭ আয়াত) , এই দিক থেকে দেখলে এটা রাখা ফরজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুসলমানদের জন্য দাড়ি রাখা ওয়াজিব অার নবীজির মত করে দাড়ি রাখা সুন্নত।

ওয়াজিব ত্যাগ করলে গুনাহ হয়।

http://bit.ly/VWJC4X

http://bit.ly/1RZKosZ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ