Pc te এমন কোন soft আছে কি যে আমি কোন কমান্ড দিলে সে উচ্চ সরে আমাকে কমান্ড টি বলবে। যেমন cpu te ডাটা কেবল ডুকালাম তখন pc বলবে ডাটা কেবল pc te probesh kora হয়েছে। এরকম আরকি। যদি থাকে pls soft ar nam ta ba link ta bole dian.
Share with your friends
Call

এ রকম কোন সফটওয়্যার নেই, তবে কমান্ডনগুলো সেট করা যায়, যেমন, বস usb পাইছে, আমাকে ডিলেট করলেন ইত্যাদি, এগুলো কমান্ড সেট করতে হয়। এগুলো সেট করতে হয় কন্ট্রোল প্যানেলের সাউন্ড সেটিং এ যেয়ে।

Talk Doctor Online in Bissoy App

ভাই আপনার Windows যদি Microsoft হয় তবে আপনার Windows এমন system আছে যাকে Windows Voice system আর এই system চালু করতে হলে আপনা কে Start Baton Prass করে দুই বার U Prass করতে হবে তা হলে Windows Voice system চালু হয়ে যাবে . বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন.

Talk Doctor Online in Bissoy App