আমার টেবে নেট অন কারলে বা নেট অন থাকলে একা একাই apps setup হয়ে যায়। এটা ঠিক করার কি কোন উপাই আছে। যদি কেউ যেনে থাকেন pls বলেন।
Share with your friends
JAShakil

Call

প্রথমে প্লে স্টোর অপেন করুন । উপরে ≡ আইকনের মেনুতে ক্লিক করুন । My Apps এ যান । এই লিস্টে যেসব অ্যাপ থাকবে সেগুলো মোবাইল থেকে রিমুভ করলেও আবার ইনস্টল হয়ে যাবে । তাই এই লিস্টের অ্যাপগুলো সিলেক্ট করে X এ ক্লিক করে Ok করুন অর্থাৎ ডিলিট করুন । আশা করি আর সমস্যা হবেনা ।

Talk Doctor Online in Bissoy App