Call

১.ফেসবুক আইডির সিকিউরিটি শক্ত করতে আপনি বড় পাসওয়ার্ড ব্যবহার করুন। ইংরেজি লেটার এবং নাম্বার দুইটি মিলিয়ে পাসওয়ার্ড নির্বাচন করুন। ইংরেজি লেটার বড় এবং ছোট মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। উদাহরণ -AbcD13579# ২. ফেসবুক লগইন থাকা অবস্থায় অপরিচিত সাইটে ফেসবুকের মাধ্যমে লগইন করবেন না। কারন বর্তমানে ফিসিং সাইটের অভাব নাই ৩. অন্য কারো পিসিতে ফেসবুকে লগইন করলে পাসওয়ার্ড রিমেম্বার করে রাখবেন না। ৪. মোবাইল নাম্বার, নাম, রোল ইত্যাদি ধরনের সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। ৫. জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার ফেসবুকে ভেরিফাই করে রাখুন। ৬. ফেসবুকে ব্যবহার করা ইমেইল এবং ইমেইলের পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ