শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আসল কথা হল, ০ (শূন্য) দিয়ে মোবাইল নাম্বার শুরু হয় না। মোবাইল নাম্বার শুরু হয় সেই দেশের "কানট্রি কোড" দিয়ে। যেমন: বাংলাদেশের কানট্রি কোড +৮৮০, আমেরিকার কানট্রি কোড +১। এরকম বিভিন্ন দেশের বিভিন্ন সংখ্যা দিয়ে কানট্রি কোড শুরু হয়। এক দেশ থেকে অন্য দেশে কল করতে গেলে এই কানট্রি কোড মোবাইল নাম্বারের শুরুতে বসিয়ে তারপর কল করতে হয়। কোন নাম্বারের শুরুতে একটি ০ (শূন্য) থাকলে সেই কলটি লোকাল কল (দেশের ভিতরে) হিসাবে ধরা হয় এবং সেই মোবাইল নাম্বারের শুরুতে সেই দেশের কানট্রি কোড বেজ ষ্টেশন থেকে অটো বসিয়ে দেওয়া হয়। এজন্য লোকাল কলের বেলায় মোবাইল নাম্বারের শুরুতে ০ (শূন্য) বসানো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ