Unknown

Call

একটি গেমস তৈরি মানে খুব জটিল একটা ব্যাপার....... আর উচ্চমানের হলেতো কথাই নেই। উচ্চ মাধ্যমিকে পড়ে এরকম কিছু তৈরি করার কথা চিন্তা করাটা স্বপ্নের চেয়ে সুস্বপ্ন বলাই ভালো। আপনি এইচএসসি পাশ করুন, পোগ্রামিং শিখুন, মোবাইল ডেভেলপিং শিখুন গ্রাফিক্স শিখুন এছাড়াও খুঁটিনাটি আরও অনেক বিষয় রয়েছে। তারপর আপনি এরকম গেম বানাতে পারবেন। যেহেতু এতটা বলেই দিলাম তো আপনার মূল প্রশ্নের উত্তর অবশ্যই বুঝতে পারছেন!? এরকম কোনো উপায় একদমই নেই......

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি গেমস বানাতে পারেন ঠিক আছে।কিন্তু এসময় আপনার সময় নষ্ট করা চলবে না। জীবনে ভাল মানের সার্টিফিকেটের দরকার আছে। আপনি একটু খেয়াল করেন যে আপনার বাবা মা কত সপ্ন নিয়ে আপনাকে পড়াচ্ছে। তার দিকটাও আপনাকে চিন্তা করতে হবে। গেমস বানাতে পারেন একথাটা বাডিতে বলে দিন।তারপর আপনার মা বাবার পরামর্শক্রমে কাজ চালিয়ে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ