Bakul3014

Call

লেজারটা বাড়তি ভালো বিষয়। যেটা আমরা আরো কিছু করতে পারব। যেমন, যেটা বলা হয় লিভাস স্পাইলাস। এর জন্য আলাদা লেজার আছে। কিউ সুইচ লেজার। আগে আমরা এই চিকিৎসা দিতে পারতাম না। দেখা যেত অনেক মেয়ের বিয়ে হচ্ছে না। এগুলো এখন আমরা দূর করতে পারি। তাই লেজার আলাদা কিছু না। যদি থুতনির নিচের অংশ করতে প্রতি সেশনে দুই হাজার ৫০০ টাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

- হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা যেতে পারে। খরচ চার থেকে পাচশত টাকার মধ্যে পড়বে। সাথে লেজার ফ্রি পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ঢাকার বিভিন্ন লেজার ক্লিনিকের খরচ বিবেচনা করলে ত্বকের সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসা ৪০০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত হতে পারে। বলিরেখা কমানো কিংবা তারুণ্য ধরে রাখার চিকিৎসা ৮০০০ থেকে ৮০০০০ টাকা পর্যন্ত হতে পারে। চুল গজানোর ট্রিটমেন্ট ১৫০০ থেকে ১২০০০০ টাকা। খরচের পাল্লা সবচেয়ে ভারী হবে যখন আপনি মেদ কমানো, কসমেটিক সার্জারি_ এ ধরনের চিকিৎসাসেবা নিতে চাইবেন।

তবে লেজারের সঠিক ও কার্যকর চিকিৎসা পেতে হলে একজন যোগ্য ও অভিজ্ঞ চর্মরোগ লেজার বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে নেয়া উচিত।

আপনি নিচের ঠিকানায় যোগাযোগ করে দেখতে পারেন

লেজারের মাধ্যমে সৌন্দর্যচর্চার জন্য আমাদের দেশে বেশকিছু লেজার ক্লিনিক ভালোভাবে সেবা দিয়ে আসছে। এমন কিছু ক্লিনিকের নাম ও ঠিকানা_
১. কসমেটিক সার্জারি সেন্টার, ষষ্ঠতলা, শংকর প্লাজা, ১২, সাতমসজিদ রোড, ঢাকা। ফোন : ০২-৮১৫৩৮৮, মোবাইল : ০১৭১১০৪৩৪৩৫
২. লেজার ক্লিনিক, হাউস-৪ (তৃতীয় তলা), রোড_১৬ (পুরাতন ২৭), ধানমণ্ডি, ঢাকা। ফোন :০২-৯১৪২৬২৭
৩. লেজার মেডিকেল সেন্টার, রোড-২, সীমান্ত কনভেনশন স্কয়ার, ধানমণ্ডি, ঢাকা। ফোন- ০২- ৮৬১৩৭৩৬।
গুলশান ব্রাঞ্চ :১২/সি, গুলশান এভিনিউ (ষষ্ঠ তলা), গুলশান- ২, ঢাকা। ফোন :০২-৮৮৩৫৫৫৪, ০১৭১১৬০০৯৩৮।
বনানী ব্রাঞ্চ :চান্দিওয়ালা ম্যানশন, হাউস-৩২ (লেভেল-৩), ব্লক-জি, বনানী- ১১, ঢাকা। মোবাইল-০১৭৫০০১০০২০, ০১৭৫০০১০০২৬
উত্তরা ব্রাঞ্চ :হাউস-১১, রোড-৬, জসিমউদ্দীন সার্কেল, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইল-০১৭৫০০১০০২০, ০১৭৫০০১০০২৬। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ