“আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না” এধরনের উগ্র অাক্রমণাত্বক মনভাব ইসলাম সমর্থন করে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না কিন্তু আমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন তথা সমাজের সবাইকে সন্মান করতে হবে, বিনয়ী হতে হবে, অপরের সুবিধা-অসুবিধাগুলো খেয়াল রাখতে হবে, ভালকে গ্রহন ও খারাপকে পরিহার করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, অবান্তর সমালোচনা আর পরচর্চা পরিহার করতে হবে তাহলেই আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। মানুষ সমাজবদ্ধ প্রাণী তাই একা একা থাকা সমর্থনযোগ্য নয় আর এটা পছন্দ করার কোন যুক্তিই নেই। ইসলামে সমাজ-সংসার ত্যাগ করে মনি-হৃষি হবার কোন গ্রহযোগ্যতা নেই। মনে রাখবেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তাঁর ইবাদত করার জন্য আর মানব কল্যানে কাজ করার জন্য। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ