MST

Call

ভাল কোন একটা স্যর এর কাছে প্রাইবেই পড়ুন। এবং এই রুটিন অনুযায়ী পড়ুন আশাকরি ফল পাবেন। সন্ধ্যা ৬:৩০-৭:৩০ ফিজিক্স, ৭:৩০-৮:১০ বায়োলজি, ৮:৩০-৯:৩০ কেমেষ্ট্রি ৯:৫০-১০:২৫ আই সি টি ২দিন,বাকি ৪দিন বাংলা ১ম পত্র ১০:২৫-১১;০০ ইংরেজি ১ম সকাল ৬:০০-৭;০০ উচ্চতর গণিত ৭:০০-৮:০০ প্রাণী বিজ্ঞান দুপুর ১২:৩০-১:০০ উদ্ভিদ, বিদ্যা ৩দিন,প্রাণী বিজ্ঞান ৩দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে তোমাকে ভাল একটা মাস্টার এর কাছে পড়তে হবে । সে যেন বাড়িতে এসে পড়ে দিয়ে যায় । তাকে একটা রুটিন করতে বলবা এবং তোমাকে বাহিরে ঘোরাঘুরি ,খেলাধূলা ,মোবাইলে Fb চালান বন্ধ করে দিতে হবে । দিন ১৫/১৬ ঘন্টা পড়তে হবে । বিঃদ্রঃ বাহিরে কোন মাস্টার এর কাছে না পড়ে বাড়িতে মাস্টার নিয়ে পড়ুন ।তাহলে তোমার মনের ভিতর পড়ার প্রতি অভিভাবক ভয় কাজ করবে ।তথন তুমি অটোমেটিক পড়বে । মোট কথা ১৫ ঘন্টা পড়ার টেবিল এ থাকতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ