আচ্ছা সবচেয়ে কোন anti virous ভাল?????বাজারে বর্তমনে ভাল চলছে। কেউ কি বলতে পারবেন????? সালার বেটারা আমার লাপটপ কেনার সময় এমন একটা এনটি ভাইরাস দেসে।মনে হচ্ছে ভাল না। একটু যারা জানেন তারা বলবেন panda anti viros কেমন? এটা সালারা 950 টাকা নিল। কিন্তু এটি কি ভাল?????????? আমার মনে হচ্ছে ভাল না। আর internet এ কি সত্যি ভাল কোনো এনটি ভাইরাস পাওয়া যায়?থাকলে download link দেন? আর ai anti viros চাললে বর্তমানে কি কোনো সমস্যা হবে???
Share with your friends

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন । আমি ও ভালো আছি । আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে ভালো অ্যান্টিভাইরাস গুলোর ইন্টারনেট সিকুরিটি লাইসেন্স সহ। এগুলো সব একদম নতুন ও উইন্ডোজ ৮ এ চলে । তবে পোস্ট শুরু করার আগে আপনাদের একটি অতি জরুরি কথা বলবো । আমি নিশ্চয়ই এসব অ্যান্টিভাইরাস নকল ভাবে চালানো দেখাচ্ছি তবে যদি আপনাদের কোন একটি পছন্দ হয় তাহলে অবশ্যই এর ডেভেলপারদের সাপোর্ট করুন এই সফটওয়্যার টি কিনে। আমার কাজ শুধু আপনাদের এটা চালানোর সুযোগ করে দিচ্ছি । তো আজকের পোস্ট শুরু করা যাক। সবচেয়ে ভালো ১০ টি ইন্টারনেট সিকুরিটির একটি লিস্ট আপনাকে দিলাম ।লিস্ট দেখতে এই লিঙ্ক এ যানঃhttp:// internet-security-suite-review.toptenreviews.com/ তাহলে আমি আপনাদের এখান থেকে আমার ব্যবহার করা ৩ টি সেরা অ্যান্টিভাইরাস দিবো তবে যেমন আমি বলেছিলামঃ যদি আপনাদের কোন একটি পছন্দ হয় তাহলে অবশ্যই এর ডেভেলপারদের সাপোর্ট করুন এই সফটওয়্যার টি কিনে। তো শুরু করা যাক কাস্পেরস্কি ইন্টারনেট সেকুরিটি ২০১৩ এর ফিচার Protects against all viruses and Internet threats Detects new, emerging and unknown threats Identifies suspicious websites and phishing websites Delivers greater security for online shopping and banking Protects your privacy and your digital identity Keeps your children safe and responsible Prevents malware from exploiting vulnerabilities in your PC Automatic download and installation features – save you time and effort Compatible with Windows 8 এখান থেকে ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে কী ফাইল ডাউনলোড করুন তারপর কাস্পেরস্কি ইন্সটল করুন । মনে রাখবেন আপনাকে ত্রিয়াল ভার্সন নিতে হবে । তারপর ইন্টারনেট বন্ধ করুন । একটিভেট করতে যান । সিরিয়াল এ দিবেনঃ22222-22222-22222-2222U তারপর ব্রাওস অপশন সিলেক্ট করে কী ফাইল টি দিন । ওখন ওকে দিবেন না !!!!!ইন্টারনেট অন করুন তারপর ওকে দিন । ব্যাস হয়ে গেসে ২৫০ দিনের জন্য বিটডিফেনডার ইন্টারনেট সেচুরিটি ২০১৩ এর ফিচারঃ Windows 8 Compatible Bitdefender Safepay USB Immunizer Antiphishing Search advisor Social networking protection Parental control Two-way firewall Antispam ডাউনলোডঃ Bitdefender ইন্টারনেট সেকুরিটি ২০১৩—ডাউনলোড লিঙ্ক (32 bit) —- ডাউনলোড লিঙ্ক(64 bit) —- লাইসেন্স দেওয়া আছে তাও একটা একটিভেটার দিলাম যা দিয়ে আজিবনের জন্য একটিভেট করতে এখানে ক্লি ক করুন একটিভেটর টি সেফ মোড এ ছারতে হবে অ্যাভাস্ট ইন্টারনেট সেচুরিটি ৮ avast (3) ফিচার tick Antivirus engine Blocks viruses & spyware tick Remote assistance Connect to another PC & troubleshuting tick Safezone Secures online banking and purchases tick Sandbox Safe virtual zone to run programs tick Firewall Blocks hacker attacks, protects your data and identity tick Antispam Blocks phishing scams and other email spam tick Software Updater Keeps your programs updated automatically ডাউনলোড প্রথমে এখান থেকে Avast 8 Internet Security trial ভার্সন ডাউনলোড করে নিন। (135.8 MB) ডাউনলোড করার পর ইন্সটল দিন। ইন্সটল করার সময় তিনটি অপশন দেখতে পাবেন। ২য় অপশন সিলেক্ট করুন। avast (4) এখন License key এখান থেকে ডাউনলোড করে নিন এবং যেকোনো একটি License ওই ২য় অপশনে দিয়ে ইন্সটল করুন। ইন্সটল এর পর PC রিস্টার্ট দিন। এখন আপনার Avast 8 Internet Security 2013 ফুল ভার্সন হয়ে যাবে। আমি নরটন দিলাম না কারণ আমি নিজে ব্যবহার করেছি আর ওইটা এতো ভালো না । আমি এখানে দাওয়া ৩টি ব্যবহার করেছি । খুবই ভালো । ভালো লাগলে বা আপনার কাজে লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন আর কোন লিঙ্ক কাজ না করলে জানাবেন । ভালো না লাগলেও জানাবেন । ধন্যবাদ সবাইকে আমার পোস্ট পরার জন্য।

Talk Doctor Online in Bissoy App

Call

PC Magazine এর তথ্য অনুযায়ী ২০১৫ সালের শ্রেষ্ঠ এন্টিভাইরাস Bitdefender Antivirus Plus 2016. এর পরের অবস্থানেই আছে Kaspersky Anti-Virus 2016. একটি এন্টিভাইরাস ভাল না খারাপ তা অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের কম্পিউটারে সাধারনত নিচের বিষয়গুলির নিরাপত্তা দরকার পড়ে। - Antivirus - Data Protection - Threat Control - Ransomware Protection - FIREWALL - Secure Browsing. Safety Marks - Anti-phishing - Anti-fraud - Social Network Protection - USB Immunizer - Device Anti-Theft - Antispam - File Encryption (etc...) একটি এন্টিভাইরাস কতটুকু ভাল তা নির্ভর করে সেই এন্টিভাইরাস কতগুলি বিষয়ের নিরাপত্তা প্রদান করে। সাধারনত দামের উপর ভিক্তি করে নিরাপত্তা প্রদানের বিষয়টি কম/বেশি হয়ে থাকে। আপনি দেখবেন এন্টিভাইরাসটি কতগুলি বিষয়ের নিরাপত্তা প্রদান করছে। এটি এন্টিভাইরাসটির প্যাকেটের গায়ে লেখা থাকবে। আর প্যাকেট না থাকলে এন্টিভাইরাসটি ইনষ্টল করার পরে দেখতে পারবেন। তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, আপনি যে এন্টিভাইরাসই ব্যাবহার করুন না কেন, তা নিয়মিত আপডেট করবেন। আপডেট না করলে একটি এন্টিভাইরাসের কোন মূল্যই নেই। কারন প্রতিনিয়ত নানা রকমের ভাইরাস ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ছে। এই সকল ভাইরাস মোকাবেলার জন্য এন্টিভাইরাস কোম্পানিগুলি নিয়মিত আপডেট বের করে। তাই কম্পিউটারে ইনষ্টল করা এন্টিভাইরাসকেও নিয়মিত আপডেট করতে হয়। ইন্টারনেটে এন্টিভাইরাস পাওয়া যায়। এন্টিভাইরাস কোম্পানিগুলিই একটি ফ্রি ভার্সন ইন্টারনেটে ছাড়ে। কিন্তু ফ্রি ভার্সন বলে তার নিরাপত্তা সুবিধা অনেক কম থাকে। আর ফুল ভার্সন ক্রাক করে ব্যাবহার করা যায়। তবে তাতে হিতে বিপরীত হতে পারে। কারন ক্রাক ফাইল নিজেই এক প্রকার ভাইরাস। তাই বাজার থেকে দেখে-শুনে ভাল এন্টিভাইরাস কিনে ব্যাবহার করাই ভাল। আপনাকে যে Panda Antivirus দেয়া হয়েছে, সেটি খারাপ নয়। নিয়মিত আপডেট করে ব্যাবহার করলে সমস্যা নেই।

Talk Doctor Online in Bissoy App