Markaz

Call

ডিএসএলআর ক্যামেরার দামগুলো সাধারণত ৩০ হাজারের পর থেকে শুরু হয়। আপনি ক্যাননের ইওস 1100D (১৮-৫৫ এমএম লেন্স) এবং নিকনের D3100 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) অথবা D3200 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) নিকন D5100 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) আপনি এর কোন একটি নিতে পারেন। দাম ৩৫-৪০ হাজারের মধ্যে।

Talk Doctor Online in Bissoy App
NahidAkib

Call

আপনি নিকন ইওস 600D কিনতে পারেন,৩৬০০০ টাকা লাগবে

Talk Doctor Online in Bissoy App
HimelTfr

Call

আপনার বাজেটে মোটামোটি মানের DSLR পাবেন,তবে আপনার কাজ চলবে।ক্যামেরা রেজ্যুলেশান বা মেগাপিক্সেল মূলত ছবির আকার নির্ধারন করে ছবির কোয়ালিটি নয়।আপনি যে মডেল কিনতে চান সেটার রিভিউ নেট থেকে দেখে নিবেন।আমারটা Canon EOS70D,18-135mm আমার কাছে দূদান্ত একটা ক্যামেরা।

Talk Doctor Online in Bissoy App

আপনার জন্য সবচেয়ে ভাল হবে নাইকন d5100 অথবা d5200 এই কেমেরা তে অনেক ভাল ছবি তুলা জায়। আমি বেবহার করি। দাম ৩৪০০০-৩৮০০০ টাকার বিতর। সাথে 18-55mm লেন্স পাবেন।

Talk Doctor Online in Bissoy App