Call

ভাই একই প্রশ্নের একাধিক উত্তর শুধুমাত্র তখন দিবেন যখন আগের উত্তর গুলো ভুল এ ব্যাপারে আপনি নিশ্চিত এবং আপনি সঠিক উত্তর জানেন। অথবা যদি দেখেন কেউ পরামর্শ চাইছে এবং যে উত্তরগুলো দেওয়া আছে তা ভাল পরামর্শ না এবং আপনি ভাল পরামর্শ দিয়ে প্রশ্নকর্তার উপকার করতে পারবেন তখন। এছাড়া ঐপ্রশ্নগুলোর উত্তর করবেন না যেগুলোর সঠিক উত্তর দেয়া আছে। আপনি অনুত্তর প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি বলবেন একই প্রশ্নের তো ৫/৬ টা উত্তর ও দেখা যায়। এর ২ টি সম্ভাব্য কারন। ১) অনুত্তর থাকাকালীনই একাধিক বা ততোধিক জন উত্তর দিয়েছেন। ২) আগের উত্তর ভুল থাকায় একাধিক জন উত্তর দিয়েছেন। সঠিক উত্তর থাকতে উত্তর দেয়া নীতি বিরোধী কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ