মোটরে স্টার্টার কেন ব্যবহার করা হয়? কিভাবে এতি কাজ করে? এর কোনো উপকারিতা আছে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মোটরে স্টার্টিং কারেন্ট কমানোর জন্য মোটরে স্টারটার ব্যবহার করা হয়। এটি স্টার্টিং এ অতিরিক্ত কারেন্ট(হাই কারেন্ট) হতে মোটরকে সুরক্ষা করে। তাই মোটরে স্টার্টার ব্যবহার করা হয় ।

৩ ফেজ মোটরে স্টার্টিং মুহুর্তে স্টার সংযোগ ও 40% রানিং হলে ডেল্টা সংযোগ করা হয় (এজন্য 3 ফেজ স্টার্টার ব্যবহৃত হয়) । কারণ শুরুতে অধিক কারেন্ট দিলে( ডেল্টায় কারেন্ট বেশি) কয়েল পুরে যেতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ