রাতের প্রথম দিকে গরম লাগলেও, রাত শেষে ঠান্ডা লাগলে কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

রাত হয় দিনের পরে, আর ভোর হয় রাতের পরে। বুঝেননি হয়তো!!!! আসলে সারাদিন রোদ থাকার পর প্রকৃতিতে শোষিত তাপ রাতের প্রথমভাগ জুড়ে গরমের অনুভূতি জাগাতে থাকে, কিন্তু রাত যতই গভীর হয় এই তাপও তত হ্রাস পেতে থাকে। যেহেতু রাতে সূর্য থাকেনা তাই এ সময় নতুন করে কোনো তাপও সৃষ্টি হতে পারেনা, ফলে রাতের শেষভাগে ঠান্ডার প্রকোপ অধিক হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ