Share with your friends

যেহেতু একই সেটে অন্যান্য সিমে 3জি পায় তার মানে অাপনার এয়ারটেল সিমে সমস্যা অথবা অাপনার স্থানে এয়ারটেলের 3জি কভারেজ নেই। অাপনার সিমটি যদি অনেক পুরোনো হয়ে থাকে তাহলে রিপ্লেস করে নতুন সিম নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। নীচের লিংকে এয়ারটেলের 3জি কভারেজ এলাকাগুলো দেখুনঃ http://www.telekothon.com/2013/11/airtel-3g-coverage-area.html

Talk Doctor Online in Bissoy App
Call

মনে হয় আপনার সিমে ৩ জি একটিভ করেন নাই। ৩ জি একটিভ করতে মেসেজ করুন START3G লিখে ৫০০০ তারপর ফিরতে মেসেজ পাবেন। এবার সেটটি একবার অফ করে অন করেন। আশা করি হয়ে যাবে। আমারও একি প্রব্লেম হইছিলো এভাবেই. সমাধান করেছি।

Talk Doctor Online in Bissoy App