Unknown

Call

কথাটা সত্য হোক বা না হোক, এদিকে কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এমনিতে আপনার হাতের লেখা সুন্দর হলে ও উত্তরের শুরু ও শেষ দিকটা ঠিক থাকলে সেক্ষেত্রে এরকমটা হতে পারে। তবে সবাই যে এরকম না দেখেই খাতা পর্যবেক্ষণ করে তা কিন্তু বলা যায়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
5h40n

Call

অনেকটাই সত্য তবে প্রশ্নের সাথে মোটেও মিল না থাকলে কিছু কড়া টিচার আছে উনারা নাম্বার দিতে চান না। অবশ্য বোর্ড পরিক্ষার ক্ষেত্রে পুরাটাই সত্য বললে ভুল হবে না ফিজিক্স/ম্যাথ টাইপের সাবজেক্ট বাদে অন্য কোন সাবজেক্টের বেলায়। আমি নিজেই এর উদাহরণ..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আসলে এগুলো কথা মূর্খ ব্যত্তির মত, আজ আপনি পড়লেন না কাল যখন HSC পরিক্ষা দিবেন,admission exam দিবেন, তখন কি হবে যা লিখবেন তা যদি আপনি বুঝতে পারেন তাহলেই enough, রিজাল্ট golden a+ আস লো কিন্তু কোন varcity তে যখন চান্স পাবেন না, তখন বুঝবেন আগে থেকে ভালো করে পড়লে আজ এইটা হত না,আর যদি ফহিঃনি ছাত্রদের মত অই আসাই থাকেন যে ছ্যারে রা তো খাতাই দেখবেনা এতো পড়ে কি হবে।তাহলে আর ৫ বছর দেরি করবেন তাহলেই বুঝতে পারবেন।সৃজনশীল আসলে কিছুই না একটু বুঝলেই সঠিক উত্তর দেওয়া যায়, আর এই সামান্য কষ্ঠ যদি কেও নাকরে তাহ লে সে পরে বুঝতে পারবে তার কি ক্ষতি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ