শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রানিজগতের অন্যতম সফল একটি প্রাণী হল সাপ যারা পৃথিবীর বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। বন, জঙ্গল, পাহাড়, মরুভুমি, পুকুর, নদী এমনকি সাগরেও রয়েছে সাপের বাস। এমনি একটি সাপ হল নোনাবোড়া সাপ যাদের দেখা মিলে উপকূলীয় অঞ্চলের প্যারা বনে (Mangrove forest)। এরা জীবনের বেশিরভাগ সময় নোনা পানিতেই কাটিয়ে দেয়। অন্যান্য সাপের তুলনায় এদের গড়ন কিছুটা আলাদা। যেমন এদের চোখ মাথার উপরের দিকে থাকে যা তাদের কাঁদার ভিতরে থেকে শিকারের জন্য বিশেষভাবে সাহায্য করে। যার কারনে এদের মুখের গড়ন দেখতে অনেকটা কুকুরের মত লাগে, তাই ইংরেজিতে এদের বলা হয় Dog-faced water snake. নোনা বোড়া সাপ দেখা মিলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ান্মার, থাইল্যান্ড অস্ট্রেলিয়া সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে। বাংলাদেশে এদের পাওয়া যায় উপকূলীয় অঞ্চলের প্রায় প্রতিটি জেলাতেই। এরা সাধারণত দুই থেকে তিন ফিট লম্বা হয়ে থাকে। মহিলা নোনা বোড়া সাপ পুরুষ সাপদের থেকে কিছুটা বড় হয়ে থাকে। এরা নিশাচর প্রকৃতির সাপ।এরা খুব নিরীহ প্রকৃতির সাপ এবং নির্বিষ সাপ। দিনের বেলা এরা কাঁদাতে কাঁকড়ার গর্ততে লুকিয়ে থাকে আর রাতের বেলা, বিশেষ করে ভাটার সময় এদেরকে কাদাতে (Mud flat) শিকার করতে দেখা যায়। বিভিন্ন ছোট মাছ এদের প্রধান খাবার। অনেক সময় এদেরকে ঝিনুকও খেতে দেখা যায়। নোনা বোড়া সাপ ডিম পাড়ে না, এরা সরাসরি বাচ্চা প্রসব করেই বংশ বৃদ্ধি করে। সারা বছরেই এরা প্রজনন করে থাকে। প্রতিবারে ছয় থেকে তিরিশটি বাচ্চা প্রসব করে। জীবনের প্রথম সপ্তাহটি বাচ্চারা মায়ের সাথেই কাটিয়ে দেয়। নোনা বোড়া সাপ আমাদের জেলেদের বন্ধু। বিভিন্ন ছোট ছোট মাছ খেয়ে এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বিশেষ ভাবে অবদান রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Bdlive24

Call

র্যাটল সাপ বা ঝুমঝুমি সাপ সরাসরি বাচ্চা প্রসব করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গুইসাপ সরাসরি বাচ্চাদেয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ