আমার কম্পিউটারে ১টা Options Open করলে এই লেখাটি আসে- 16 bit ms-dos subsystem C:/User/HP/Desktop/TREECO~1.PIF C:/Windows/system32/SYMEVENT.SYS. An installable Virtual Device Diver failed DII initialization. Choose 'Close' to terminate the application এই সমস্যার সমাধানের জন্য কি করতে পারি
Share with your friends

Call

নিচের এই ধাপগুলি ঠিকভাবে করতে পারলে আশা করি ঠিক হয়ে যাবে।

১. রেজিষ্ট্রি এডিটর ওপেন করুন 

   - Run এ যেতে Windows Key + R একসাথে চাপুন

   - Run এ যেয়ে regedit লিখে এন্টার দিন

২. নিচের লোকেশনটি খুঁজে বের করুন এবং সিলেক্ট করুন।

   - HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\VirtualDeviceDrivers\VDD

৩. এডিট (Edit) মেনু সিলেক্ট করে ডিলেট (Delete) এ ক্লিক করুন।

৪. আবার এডিট (Edit) মেনু সিলেক্ট করে নিউ (New) তে ক্লিক করুন, তারপর Multi-string Value এ ক্লিক করুন।

৫. Value Name বক্সে VDD লিখে এন্টার চাপুন।

৬. রেজিষ্ট্রি এডিটর ক্লোজ করুন এবং পিসি রিষ্টার্ট দিন।

সতর্কতা: রেজিষ্ট্রি এডিটর এ কাজ করার সময় সতর্ক থাকুন যাতে কোন প্রকার ভুল না হয়। এতে উইন্ডোজের সমস্যা হতে পারে।

Talk Doctor Online in Bissoy App