প্রতিটি ফোনের মধ্যে যে IMEI নাম্বার দেওয়া থাকে সেটাই কাজ কি? এটা কিভাবে কাজ করে। বিস্তারিত লিখবেন প্লীজ।
Share with your friends
Call

প্রতিটা ফোনেরই একটা আইএমইআই নম্বর থাকে। আইএমইআই নম্বর হচ্ছে আপনার ফোনের একটা সতন্ত্র আইডি। কখনোই দুটি ডিভাইস এর আইএমইআই নম্বর এক হবেনা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টুল যা ব্যবহার করতে পারবেন ট্র্যাকিং , হারিয়ে যাওয়া , চুরি হওয়া ফোনের তথ্য জানার জন্য। এছাড়া এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে। আইএমইআই (IMEI) নম্বর জানতে আপনার মোবাইল ফোনের *#06# চাপুন , তখন দেখবেন ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানার জন্য www.zalex.name থেকে Check IMEI সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত সিরিয়াল নম্বর বা IMEI নম্বর এর প্রথম ৯ ডিজিট IMEI অংশে লিখে সার্চ করুন তাহলে নিচে ব্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরী তার তথ্য আসবে।

Talk Doctor Online in Bissoy App